২৩ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।

শুয়ে ছিলাম বিছানায়
সাহিত্য ভাবনায়
হঠাৎ সাড়া নিদ্রা দেবীর
বললাম কিছুক্ষণ পর আসো
বললেন সম্ভব নয় ।

তারপর শুরু  যুদ্ধ
নিদ্রার সাথে বাস্তবের
চলছে অনেক সময় ধরে
যার শেষ বলা অসম্ভব ।

হে দেবী আমায় একটু সময় দাও
সাহিত্য নিয়ে চিন্তা করার
মানুষ রাতে ঘুমায় আনন্দ করে
আমি রাতে ঘুমাই যুদ্ধ করে ।

বিছানায় উঠার পর মনে হল
এ সমাজ যেন অস্থির
শুধু আহ্বান করছে শান্তিকে
শান্তি কখনোই সাড়া দিচ্ছে না ।


শান্তি বলল প্রথমে দূর করে দিলে
এখন ডাকছো আমায়, কেন ?

                          
                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর