২৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।
ভবানী যেন এক প্রকৃতির শক্তি
যার দ্বারা প্রসারিত সমগ্র ত্রিভুবন
যার আলোয় আলোকিত এ ভুবন
ঠিক সেই ভবানী মত প্রখর ।
তোমার মধ্যে ভালোবাসার সঞ্চার
দেখেছি তোমায় আপন মনে
নয়ন ভরে, নয়ন পানে
ভালোবাসার টানে
তবুও যেন দেখা যায় ম্লান।
খুঁজেছি তোমায় আমার মধ্যে তোমার মত করে !
প্রতিটি মুহূর্তই যেন তোমার আঙ্গিনায় বসে থাকতে ইচ্ছে করে
তাইতো বলি, ভবানী দেবীর স্বরূপ ।
সেই ভবানী অস্ত্র তুলেছেন রক্ষা ক্ষেত্রে
আর এই ভবানী অস্ত্র তুলেছেন শতাংশ ক্ষেত্রে।
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর