১৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ
অরুণিমা যেন এক শক্তির প্রতীক
যার মধ্যে রয়েছে নারী শক্তি;
অরুণিমা যেন এক জীবনের আশা!
অরুনিমা কে যদি জানতে হয়?
জানতে হবে তার নিয়মাবলীকে।
তাইতো বলি; অরুণিমা জীবনের প্রতীক
তাকে যদি পেতে হয়, জানতে হবে তাঁর ভাষা;
ও যেন আধুনিক এর প্রতিচ্ছবি ;
যার মধ্যে ফুটে উঠে আধুনিকতার ভাব !
অনেক সংকটে নিজেকে রেখে
জয় করেছে জীবন ।
ওর মধ্যে ফুটে উঠে জীবনের সৌন্দর্যের আবাস ।
ও যেন এক জীবন্ত আলো।
যাকে দেখে শেখা যায় জীবনের ভাবাদর্শ
তাইতো বলি অরুণাশক্তি...
-মুন্না নাথ
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর