৮ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।
মৃদু বাতাস এক কলরবের সৃষ্টি
যার দ্বারা অনুভবের আহ্বান।
অন্ধকারাচ্ছন্নে সে এক রূপময়তার দৃশ্য।
অসংখ্য তারা আজ আলোর প্রতীক
যার দ্বারা নির্ধারিত পথ ।
বাতাস যেন প্রবল বেগের সমাহার
যার প্রতাপে মাথা নত ডাল-পালার !
আদি ও মধ্যের মধ্যবর্তীর সমমান।
অন্ধকার যুগ দেখতে পাচ্ছি
আজ এই আঙ্গিনায় বসে।
বাতাসের প্রতাপে দিশাহারা জোনাকি
আবারও নিজ আলোয় চিহ্নিত।
জোনাকি তুমি কি আমার সহযোগী হবে
আমিও সেই পথে দিশাহারা ।
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর