১৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।
কয়েকটাদিন থেকে হাঁটিতেছি,
তোমার বুকের মধ্যে;
তাতেও দাওনি সারা ,
অন্বেষা যেন এক জীবন্ত নারী!
যার দ্বারা প্রবাহিত হচ্ছে ভালোবাসা;
ঘর ও বাহিরে যেন অনেক ধাঁধা,
তবুও আমি তোমাকে দেখতে পাচ্ছি,
স্পষ্ট রূপে অন্বেষার মধ্যে !
অন্বেষাই অন্বেষার প্রতিরূপ!
যার প্রভাব পড়েছে আমার জীবনে;
তাকেই তো খুজতেছি,
ধরা দিয়েও দেইনি ধরা!
যা আমাকে অনেক কষ্টের মধ্যে নিয়ে যাবে;
অন্বেষা তুমি কি আসবে?
ঘুমের মধ্যে যেন স্পষ্ট তুমি!
বরাকের তীরে যেন অন্বেষার বাস,
সে যেন সূর্যের তীব্র প্রতিরূপ...
-মুন্না নাথ
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর