মম হৃদয় তব স্পর্শ কোমল শিহরিত দেহখানি,,,
এহেন ছন্দ ভীষণ আনন্দ সুন্দরী মহারানী ,,
তব কল্পনা ,তব ভাবনা মোর দিয়াছে গভীর ক্ষত
না জানি কিরূপ পাইবো গো তোমার ভালোবাসা যত সত ,,
হিজি বিজি আঁকি শুন্য শেত পৃষ্ঠা এই হিয়ার নিকট ,,
ভাবিয়া ব্যাকুল পাই না যে কুল এত ভীষণ সংকট
স্বাধীন হৃদয় পরাধীনতাই ভুগিতেছে অবিরাম ,,
খাটিয়াছি আজ প্রহরের শেষ নেই যে কোনো বিশ্রাম,,,
ভুলিয়াছি সে দিক ঠিকানা যেথা হতে তুমি গেছ,,
যেরূপ ছিলে মোর কোনো এক সময়ে সেরূপই কি আজ আছো,,,
নাকি ছদ্ম বেশে ঘুরিতেছ তুমি , ভুলিয়াছো সব কিছু ,
সে যে সেদিন উঠিল চাঁদ গগনে ,আমি নিয়েছি তোমার পিছু,,
ছিলনা মোর জ্ঞানে বোধহয় তোমার পরিচয় ,,
তাই বুঝি এমন সাধ জাগিল ছিলনা কোনো ভয় ,,
জানো আজ ওই আকাশে চাঁদ ওঠে ,আর তারাদের বসে হাঠ,,
শূন্য সব চারিপাশ মোর ,শূন্যতায় মোর মাঠ ,
তবে কি এটাই মোর ছিল ললাটে এই মোর নিয়তি
এই মোর হবে হাজার দুঃখ করিবে সে ক্ষতি ,
জানিবে না মোর অনুভূতি গুলো নেবে বুজে চোখ তার
কি ভাবে বোঝাবে তারে মনের কথা এ সাধ্বী আছে কার ,
সে যে আপন মনে দুলিতেছে শুধু ভাসিছে আপন ছন্দে,
চারিপানে আজ ভোরে আছে শুধু তাহার কেশের গন্ধে ,
মন পড়ে আজ ও ফাঁকা দুখানি কোমল যুগ্ম পদে
যেথাতে কখনো ভরিয়াছি আমি হাজার বাহারি পুষ্পে
ফাঁকা গ্রীবা খানি ভরিয়াছি আনি মুক্তের মালা হার ,,
এটাই বোধহয় ফলস্বরূপ তার এই ছিল যে পাবার ,,
আমি বিন্দুমাত্র করিনা যে ভয় করিনা সুখের আশা
আমি ছিলাম আছি থাকবো আর থাকবে মোর ভালোবাসা,,