যদি হও তুমি নারি তবে দ্বিধা কেন কাছে আসাতে
যদি হও তুমি নারি তবে ভাবনা কেন ভালোবাসতে
নাকি মিথ্যে মুখোশ লাগানো তোমার ওই সুন্দর মুখের পেছন,,,
স্বভাব টা কি শান্ত নাকি বদ মেজাজি রাগী?
দেখে তো মনে হয় তুমি চাও এমন কিছু যা তুচ্ছ নয় ,,
তবে সত্য কি জানো সব চাওয়া পাওয়া হয় না ,,,
তেমনি কেও কাউকে চেয়েছে ,চাইছে ও চাইবো হয়তো বা আজীবন ,,নয়তো বা সীমিত কিছু সময় ।
বেহিসাবি মন আজ হঠাৎ হিসাবে বসেছে করে নিতে চাইছে সমস্ত দেনা পাওনার হিসেব নিকেষ ,, তা  আমার জানা যে জমানোর থেকে খরচের পরিমাণটায় বৃদ্ধি পাবে ।হয়তো সেদিনের অজানাকে জেনে ভুল করে ছিলাম ,নয়তো ভুলের কিনারা বেয়ে ভেসে আসতে পারে প্রিয় সঠিক কিছু ।
মাঝে মাঝে ভাবতে অবাক লাগে কিরূপ কল্পনায় তুমি এলে আমার ,একটুও সেদিন দ্বিধা জন্মায়নি আমার এই বুকের ভেতর ,
কেন বোঝাতে পারিনি তাকে, যাকে তুই ছোঁয়ার প্রার্থনা করছিস তাকে ছোঁয়ার সৌভাগ্য তোর নেই ,
ভাবতে ভালো লাগে তার কথা ,বলতে ইচ্ছে করে তাকে ঘিরে জন্মানো সব অনুভূতি গুলো ,অপেক্ষায় শুধু তার অনুমতির ,পেলে সব উজারে দেব তার নিকট।
জানিনা তাকে নিয়ে পাগলামো গুলো আমার স্থান পাবে কিনা তার হৃদয়ে ,,
যদি পাই তবে আমার থেকে ভাগ্যবান এই পৃথিবীতে কেও নেই ।