"তব চিন্তায় চিন্তিত হইয়া মরিয়াছি দিন রাত
    জানিনা কি রূপ হবে সমাধান হইবে অবসাদ"
"ব্যাকুল হইয়া এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া বেড়ায়
    কোথায় কেমনে পাইবো গো দেখা বসিয়া সে আশায় "
"নেই যে কোনো কূল কিনারা ,ও রূপ হেরি কোথা
   হইছে আজ দিন বহুদিন না জানি আসিবে কবে হেথা"
"হঠাৎ যেন আলেয়ার ন্যায় ,অদৃশ্য তার মত
      মিলিয়াছো তব দৃশ্য হয়তে, জন্মেছে তার ক্ষত "
"স্বাধীন নাকি পরাধীনতায়, ভুগিছো নিজ গৃহে
   খেয়াল রেখো ,যত্ন নিও,এসব কি কেহ কহে "
"নাকি বন্দীশালার বন্দিনী হয়ে মরছো কাঁদিয়া ককিয়া
   কি রূপ হইবে শেকল মুক্ত দাড় দেবে কেও খুলিয়া"
"বক্ষে জড়াইয়া ,চুম্বন ও করি মিটাইবে যত জ্বালা
ধরিয়া মোর হাথ ,চলো মোর সাথ ঘনিয়াছে
                                    ফিরিবার পালা ,,