মেঘলা আকাশ , শীতের বাতাস ,
শিশিরের টুপ টুপ শব্দ ,
মাঘের শীত, বাঘের পিঠ,শীত করেছে জব্দ।
সকালবেলা খোলা জানালায় রয়েছি আমি তাকিয়ে,
কালো মেঘ বলছে আমায় দেবো তোকে আমি ভাসিয়ে।
পাগল মন, বলছে শোন চল, খেলি চল মাঠে,
পাখিরা সব করছে মিছিল সুন্দরী নদীর ঘাটে।
দিনের শেষে ঘনিয়ে এলো কালো আকাশে বৈকাল,
মন ভালো নেই ভাবছি আমি কবে হবে আবার সকাল।