রঙিন হাসি, রঙিন মন, রঙিন স্মৃতিগুলি,
কালো রঙের কালি দিয়ে দূরে চলে গেলি।
মনের ব্যথা,মনের কষ্ট,মনের যন্ত্রণাগুলো,
তোর ভেতরে এতদিন চাপা পড়েছিল ।
মনে মনে,সারাদিন তোর ছবি আকি,
কি করে তুই সবাইকে এভাবে দিলি ফাঁকি।
সাদা আকাশের মাঝে তুই আছিস সবার উর্ধ্বে,
চেঁচিয়ে বলে যা একবার ভাই আমি আছি তোদের মধ্যে।
(আমার বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে)