কি হলো আজ দেশটা আমার গেছে ধুলোতে মিশে,
পাপ, হিংসা, অন্যায়, অত্যাচার পৃথিবী ধ্বংসের শেষে।
পাপীরা সব করছে পাপ এদের চরিত্র কংশ,
প্রতিবাদীরা করছে মিছিল কাপছে দেশের অংশ।
বিচার চাই বিচার চাই বলছে দেশের জনগন,
বিচার হোক আমিও চাই প্রতিবাদী আমার এই মন।
ভারতবর্ষ করছে ধ্বংস আনন্দে আছে দোষীরা ,
চিন্তা নেই সরকার চুপ ভয়ে আছে যত নারীরা।
স্বাধীনতা কোথায় আমার দেশে বলছি আমি শোনো,
হে সরকার বিচার চাই চুপ করে তুমি কেনো?