পড়াশোনা করো সবাই, করতে হবে না ভিক্ষা,
পড়াশোনা হলো ভবিষ্যৎ,জীবনের আসল শিক্ষা।
পড়াশোনায় দিলে ফাঁকি হবে তুমি পতন,
একটু পড়াশোনা করো, বলছি আমি এখন।
পড়াশোনা করলে হবে জীবনে তুমি সফল,
পড়াশোনা শিখে করো নিজের ভবিষ্যৎ উজ্জ্বল।
পড়াশোনা হলো ভবিষ্যৎ, পড়াশোনা হলো অস্ত্র,
পড়াশোনা আমাদের জীবনের আসল মূলমন্ত্র।