পিতা হল দেবতার সমান,
পিতা হল স্বর্গ।
পিতা হল পরিবারের সম্মান,
পিতা আসল ধর্ম।
পিতা মোদের শিক্ষা গুরু,
পিতা আসল বন্ধু।
পিতা মোদের বটের ছায়া ,
সাক্ষী সপ্তসিন্ধু।