বল মা তুই আজ আমাকে ছেড়ে যাবি না কখনো,
ভুলিনি মা আজও আমি পৃথিবী দেখেছি তোর জন্য।
বড় করেছিস, মানুষ করেছিস, শিখিয়েছিস মা বাঁচতে,
পারবনা মা এই ঋণের বোঝা আমি কখনও মেটাতে।
ছোট ছিলাম ,বড় হোলাম, মানুষ হলাম তোর জন্য,
তুই যদি মা না থাকতিস আমার স্থান হতো অরণ্য।
ভালবাসতে শিখিয়েছিস মাগো দেশের দশের মানুষকে,
তোর থেকে মা নেই কো আপন আমি বলেছি সবাইকে।