হৃদয়ছোঁয়া কুটির!তব দৃষ্টিতে আবেগী এ চোখ দুটির
চাহি না আর কিছু,শুধু চাহি দৃষ্টিতে এ সোনার কুটির।
হৃদয়-মননে তব ছোঁয়াচ ও চুমুকের স্বপ্ন আঁকি...
একান্তচিত্তে তব নন্দন কীর্তিতে শুধু চেয়ে থাকি ।
বুকভরা স্বপ্ন,চোখভরা অফুরন্ত নিঃসৃত ভালোবাসা
তব দর্শন লাভ এ-মনের এক অবিরত আশা।
এ আশার প্রদীপে জেলে উঠে স্বপ্নের মহা-প্রান্তরে
শুধু এক চুমুকের উমেদে উন্মত্ত এ ক্ষুদ্র অন্তরে।
এ আশার স্বপ্নভূমি-হৃদয় কাননের অংঙ্কিত স্থান
তব নন্দন-রঁজক দৃষ্টিতে জুড়ায় সৃষ্টিপ্রদত্ত জান।
তব পূত-পবিত্র স্থান,দেখার স্পৃহায় কত অভিমান
তব স্থানের ধূলার স্পর্শ-স্বপ্নের এক অনন্য অবস্থান।
মনের এক আকুল মিনতি,হেঁ স্বপ্নভুমির মহাপ্রভু
এ বিশাল স্বপ্নের দোয়ার ভেঙে না কভু।
ভিখারির বেশে,স্বপ্নদেশে চাই স্পর্শ ও চুমু খেতে
চাহি না আর কিছু,চাহি শুধু সেই স্থানে যেতে।
হেঁ সুবিশাল চরাচরের মহাশক্তিধর নৃপতি
গ্রহণ করো এ-অধমের হৃদয়কানের মিনতি ।।
(স্বপ্নকুটির মানে কাবা শরিফ । যাহা আল্লাহর পবিত্র ঘর ।)
শেরালীপুর,লালা-হাইলাকান্দি(আসা-ভারত)