যেদিকে থাকাও মহাবিশ্বের সৃষ্টিকুলে
কে করল সৃজন, কে আছে তার মূলে ।
কারই অদৃশ্য ইঙ্গিতে চলে এ মহাবিশ্ব
কারই দানে দেখে জীব জগতের দৃশ্য ।
আকাশ-বাতাস-চন্দ্র-সূর্য-গ্রহ-তারকা
মিটমিট আলোভরা চাঁদের স্নিগ্ধ শিখা ।
কীট-পতঙ্গ সৃষ্টিকুলে আছে যত জীব
করছে কে পালন, ভাবনাতে আজিব ।
উদিত রবির ভোরে, আঁধারের ঘোরে
নব পুষ্পের সুভাষে ছটায় সুগন্ধ ঝরে ।
প্রকৃতির শোভা বৈচিত্রের কী অপরূপ
সময়ের ভ্রমণে সোনালি ধানের ঝোপ ।
জীবের যত চাওয়া মিটায় একজন
সব চাওয়া নিলে অন্ত হবেনা সে ধন ।
কে দিল এ সুন্দর সৃষ্টির রূপ বাহার
তাই মমচিত্তে গুণ গাই শুধু তাঁহার ।