রঙিন এই পৃথিবী আজ ছন্দহারা
ভবে শুধু রঙ্গিলা সাজ
আশার ঘোরপ্যাঁচে মরছে কত
তবুও অহেতুক রাজ।
আশার নেশায় ছলনার ফাঁদে
মরছে কতশত প্রাণ
রঙিন স্বপ্নের নির্দয় প্রবঁচকে
শূন্য! আমিত্বের গান।
আমিত্বে ভরপুর,দেহেও জোর
কি বিশাল অহমিকা
মাটির গড়া এই রূপকুমার তুমি
খাবে মাটিরই পিপীলিকা।
শূন্যের মাঝে কত কারসাজি
নৈরাশ্যের আস্তানা
ষদন্ধকারে ধোঁয়াটের আঙিনা
সোজা মাটির বিছানা।
আসবে যেদিন শেষ বিচার দিন
হবে বিচারের আঁজুমানী
সেদিন বুঝবে পার্থিবের কর্মফল
কেহ মানী কেহ অপমানী।
✍️ মোহাম্মদ মামনুর
২৫/০৭/২১