চারিদিকে করোনার ত্রাস! গণহারে মৃত্যু মিছিল
নেই আর আগের মত মিলামিশা দিকে দিকে অমিল।
ছুটছে মানুষ দিশাহারা পথের পথিকের বেশে
গৃহবন্দী সবাই, দেখছে প্রকৃতির অদৃশ্য আভাসে।
অদৃশ্য শক্তির জোরালো জাঁকে নেই কোনো যুক্তি
বিজ্ঞান জোরকদমে চালাচ্ছে বাঁচার কত প্রযুক্তি।

মানুষ বাঁচার লড়াইয়ে করছে শত শত আর্তনাদ
পৃথ্বীর প্রান্তে প্রান্তে সইছে কত যম যন্ত্রণার স্বাদ ।
হালভাঙা আজ নয়া প্রযুক্তি শক্তির মহা দাপট
নিস্তবদ্ধ পৃথিবী! দিকে দিকে মৃত্যুমিছিলের ঝাপট।
বিজ্ঞান তাকিয়ে আছে ঐ অদৃশ্য ব্যাধি অভিমুখে
শূন্য হাত,ভাষাতীত সবাই !আতঙ্কিত শহরের বুকে ।

ছন্দহারা পৃথিবী চারিদিকে কালো মেঘের আস্তরণ
বাঁচার ঘুরপাকেও ঠাঁই নাই তবুও অবিশ্রান্ত সন্তরণ।
প্রকৃতির অতুগ্রতা বইছে আজ মানবের কর্মে
মনুষ্যত্বের নির্বচন নাই আর লড়াই শুধু ধর্মে ধর্মে।
অস্থির পরিস্থিতি ধর্মের নামে অশুভ বজ্রপাত
তাই আজ সবাইকে পেতে হচ্ছে প্রকৃতির রুষ্ট আঘাত।

@মামনুর_ফকির
করোনোর সময়ে লেখা!