অভাগার দুঃখ

সাদাসিধে আধামাঠা জীবনের স্বপ্নের বেলায়
দিন গণে যাচ্ছে বহুদূর ঐ শূন্যের মেলায় !
জীবনের প্রহর কাটছে নিশিথ আঁধার বেয়ে
ছুটে যাই ক্ষণিক সাফল্যের নেশার গান গেয়ে ।
জি ইয়ে রেখেছি অবহেলা আর অনতি'র ঝুঁকিতে
তবুও ইচ্ছের ডানায় পারি'নি দুর্নাম রুখিতে ।

দরিদ্রের দ্বারে আর দুর্ভাগা'দের মুখের বুলিতে
বড্ড নিরালা ভেবে পীড়া দেয় প্রতিহিংসার গুলিতে !
দুর্বল বলে চাপা মারে অভাগার ভাঙা কপাটে
অভাবীর কুঁড়ে সন্তাপ জুটে জোর ও দাপটে ।
নিশ্চল,নির্বাকে আর নৈরাশ্যে বাররার চেয়ে দেখি
ঊর্ধ্ব আকাশ পানে নিভৃতে নিন্দার কারসাজি লেখি ।

স্বার্থের দুনিয়ায় অর্থ উঁকি মারে ভব সংসার নীড়ে
মুখোশে আবৃত রঙ-বিরঙের ফাল দেয় ভবের ভীড়ে !
অপরাধ আর অপবাদের ঘোর প্যাঁচে কাটছে দিন
স্বার্থের মুখে অর্থের দুঃখে আসলেই সমাজে উপায়হীন
নিঃশব্দ কান্নার ভানে আর্তি রাখি মালিকের দ্বারে
দুর্বল বলে আঘাত হানে তার মাঝে দারিদ্রতা উঁকি মারে ।