হে পথের পথিক আজ তুমি চলছো কোন পথে ?
জীবন সায়াহ্ন বেলায়,তবুও তুমি নৈরাজ্যের মতে।
জীবনবেলা ফুরাবার পথে এখনো অলীক ফাঁদে
বুঝো না তুঁমি? বাঁধিছে তোমায় তামসীর বাঁধে ।

এখনো চলছো তুমি কারই মন্ত্রণার ঝুঁকিতে?
অগ্রপশ্চাৎতে তামসীর নিশা পারো না রুখিতে ?
শুনতে পাচ্ছো না তুমি চারিদিকে মৃত্যু মশাল
কোন ঘড়িতে বাজবে তোমার সায়াহ্ন কাল ।

রঙিন প্রাচুর্য গ্রাস করেছে এই জীবন আঙিনা
চলে যাবে দূর পথের নিশানায় কোনো সঙ্গী বিনা।
মৃগতৃষ্ণায় মিথ্যা নেশা বইছে হৃফয়ের অঁচলে
বাঁধিছে তোমায় রঙের নেশায় কলে-কৌশলে।

পথিক জেনে রাখো, এ জগৎ এক স্বপ্নভুমি
যে আঁধারের স্বপ্ন আর রঙিন ফাঁদে আকৃষ্ট তুমি।
হে পথিক তব অবস্থান থেকে ফিরে এসো সুপথে
কী নয়নাভিরাম পথ, চলো যেথায় শুধু প্রভুর ব্রতে।

০৫/০৮/২০২