বিবেকের ভ্রান্ত মতে জীবনের ঝুঁকি যাচ্ছে অতল পথে
ভ্রমস্রোতের বলয় ভেঙে চলতে হবে ঐশীবাণীর মতে।
আধুনিক সময়ের ভ্রমপূর্ণ গতিপথের ঘোর বেড়াজালে
বয়ে নেয় বিষাদের ভার,আধুনিকতা ও ভ্রান্তির তালে।

হৃদয়ের মহলটা যেন অশান্তি ও বাঁধ ভাঙনের জোয়ার
পৃথিবীটা যেন বিষাদ আর ক্লান্তির তমসাচ্ছন্ন দোয়ার।
শোকের পাথরে গেঁথে আছে হৃদয়ের বিস্তীর্ণ প্রান্তর
দুঃখের সাগরের লহরী এ অশান্তির ছোঁয়ায়ভরা অন্তর ।

মরচের ফাঁদে পড়া অন্ধকারাচ্ছন্ন অবচেতন এ মন
কবে ফাঁদগুলো ভেঙে শুধরে যাবে জীবনের প্রতিক্ষণ।
অলীক স্বপ্নের রঙ্গমঞ্চের রঙিন দোলাচলের মাঝে
অচল অনড় এ ভগ্নমন থাকে যেন নৈরাশার সাজে ।

হৃদয়ের প্রশান্তির ঢেউ নিভে যাচ্ছে অশান্তির ছোঁয়ায়
জীবন সংগ্রামের প্রতিটি পদাঙ্ক যেন অস্পষ্ট ধোঁয়ায়।
ভুলে যাই রঙ্গমঞ্চের সবই উল্লাস না হয় ব্যথা আর ব্যথা
আঁকড়ে ধরি ঐশীমহাগ্রন্থের ঐশীবাণীর প্রতিটি কথা।


২৫/১২/২০২০
@মামনুর_ফকির