মোহাম্মদ মামনুর হুসেন বড়ভূইয়া
অবিচারের কালো মেঘে নিমজ্জিত যখন দেশ
তখন আর বিষন্নতার ছোঁয়ায় স্বচ্ছতা প্রায় শেষ।
অবিরাম অবিচারের বাসা বাঁধছে যখন অনৌচিত্যে
সমাজ সংসারের মানুষগুলো আজ মৌন চিত্তে।
হিংসার বিষবাষ্প যখন মুখরিত কিছু মানুষের মুখে
স্ব-হিংসার অগ্নিকুণ্ডে ভস্মিত ও মানসিক দুঃখে।
কথায় কথায় যখন ধর্মের নামে ক্রুদ্ধ ভাবাবেগ
তখন বনের পশুটারও হয়ে যায় ধর্মীয় আবেগ।
মনের অন্দরমহলে ধর্মীয় হিংসার তীব্র জোয়ার
অনৈক্যের বেড়াজালে স্তব্ধ আজ ঐক্যের দোয়ার।
চারপাশের বিচিত্র সমাজ সংসার বিষাদে ভরা
ধর্মভেদ ও হিংসার কালো অন্ধকারে সমাজটা ঘেরা।
মম চিত্তের কলংকের বিদ্বেষী কালো বিবর্ণিতা
উঁকি দেয় সমাজে সঘৃণ বাতাসের প্রবণতা।
নিমেষে বিলীন হোক্ মনের কালো আঁধার
বিস্তৃত হোক ঐক্যবদ্ধে মনের উন্মুক্ত দ্বার।