আমরা ভীত সন্ত্রস্ত নয়,পাড়ি দিবো ঐ সংকট কুল
হাতে হাত রেখে যুদ্ধার বেশে নাশিব ঐ হিংস্র ধুল।
আসুক না যত বড় হিংসুটের ষড়যন্ত্রের বন্ধনমুক্তি
বজ্র কণ্ঠের আওয়াজে ভাঙবে এমন হিংস্রের খনি।

অপূত হৃদয়ের কালো আস্তরণে ঢেকে আছে ধরিত্রী
ঘনঘটা তিমির ছোঁয়ায় নিস্তব্ধপ্রায় সাম্য ও মৈত্রী।
ধাপে ধাপে হিংসুটরা বিদ্ধ করেছে হিংসার জাল
ধৈর্যের শেষ কিনারায় ঐশী বিচারে আসবে মহাকাল।

চারপাশের ওই নরপিশাচের বিদ্বিষ্ট কালো মেঘে
কত অসহ জ্বালাতন সয়েছি স্মূর্তিশূন্য আবেগে।
ধর্ম নিয়ে চরম গর্ব করে,নৈতিকতার নীতি ছুড়ে
ধর্মশূন্য জ্ঞান নিয়ে উগ্র কণ্ঠে ধর্মের নারা খুঁড়ে।

হিংসুট বেয়ে বেয়ে উড়েছে বিষাদের আবরণে
নাশবে এমন বিষাদের যাতনা ঐক্যের বন্ধনে ।
ভয় করি না তোদের এমনও হিংসার ফাঁস দেখে
তোদের সংকটে পার হবো বিজয়ী নিশান রেখে।


@মামনুর_ফকির
রচনাকাল - ২৪/০১/২০২১