ধরাধাম ধরাতল ভেদে উঠে আসলেন নামে মোহাম্মদ (ছ)
গগনচুম্বীর তলে খুশীর লয়ে ভাঙছে যত বিষণ্ণতার রদ ।
খুশীর আমেজে নেচে ব্যাকুল সমুদয় এই সৃষ্টিকুল
নিরালোক রজনীর উদ্দীপ্ত আলোয় ধরাতল মশগুল ।
সুগন্ধে উদ্ভাসিত জগৎতের ওই দুর্গন্ধের কুয়াশায়
আঁধারের ঘেরাটোপে নিমজ্জ্বিত কূল সত্যের আশায় ।
মহাসত্যের নিশান লয়ে হাঁক দিলেন নামে দু-জাহান
ভ্রান্তির ডিঙি ভেঙে শান্তির ছোঁয়ায় ডুবল কত প্রাণ ।
সত্যের বাণী প্রচারে প্রশান্তির নির্ঝর নামল ধরাতলে
সহিংসতার নিগড় ছেদে বাঁধলেন প্রেমের বেড়াজালে ।
কোমল মনের নির্মল ভাষ্যে সুধা পেল ওই বিশ্বজগৎ
মরুরধূলায় চমকে পড়ল, নিস্তব্ধ হল কতশত পথ ।
সৃষ্টিকুল আনন্দে ব্যাকুল মরুর বুকের ফুটন্ত কৃষ্টিতে
ধরাধাম মেতে উঠে অনন্ত ছোঁয়া ও প্রেমের বৃষ্টিতে ।
করুণার নির্ঝর লয়ে উঠলেন শুষ্ক মরুরধূলা বেয়ে
আকাশ-বাতাস মুখরিত চিরশান্তির জয়গান গেয়ে ।