তিমির যুগ ভেদে গগন ছেদে উদিল আরব রবি
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা সানন্দে নাচল সবই সৃষ্টিরাজি ৷
আঁধারের যুগে ঘেরা ওই বর্বর- পিশাচের বাহিনী
মহাসত্যের ঐশীবাণী লয়ে উঠলেন কাণ্ডারী যিঁনি ।
তাওহীদের অবিনাশী ঝাণ্ডা লয়ে চললেন যে পথে
অজ্ঞানান্ধের সত্যভ্রষ্টকে দেখালেন সুপথ ক্বোরানের মতে ৷
শান্তি-সম্প্রতি-সাম্য-মৈত্রী-ভ্রাতৃত্ব-মানবতার দিকনির্দেশকা
যিঁনি মানবমুক্তির দিশারী অনির্বাণ প্রদীপের দীপ্তশিখা ।
স্বাধীন ধরিত্রীর বৈপ্লবিক সুচিন্তার শির মহানায়ক
নারী স্বাধীনতার অগ্রদূত, মানবমুক্তির অবিশ্রান্ত গায়ক।
যাঁর জীবন-কথা,বেশভূষা,ভাবভঙ্গি অণুপ্রেরণায় গাঁথা
সারওয়ারে কায়েনাত তাজেদারে মদিনা যিঁনি মহান নেতা ।
প্রেম-ভালোবাসা,স্নেহ-মমতার দরাজ সমাজ সংস্কারক
মহাবিশ্বের প্রতিটি কার্যের একেক পরম আদর্শের স্মারক ।
রাষ্ট্র-সমাজ-অর্থ-পরিবার সব জীবনে যিঁনি অনুকরণীয়
তিঁনি আদর্শ নেতা-ভ্রাতা-পিতা-নায়ক-মডেল হিসেবে চিরস্মরণীয় ।
(বৈপ্লবিক এই বিশ্বের মহান নেতা, মানবতার চিরমুক্তির দিশারী, করুণার মূর্ত প্রতীক মোহাম্মদ ছ: নিখুঁত জীবনচরিত নিয়ে একটি ছোট্ট প্রয়াস !)