জীবনের দৌড়ঝাঁপের প্রতিযোগ প্রায় অধরায়
আশার সঞ্চারের বর্তিকা দূরে চলে যায় !
চারিদিকে হতাশার ঝলসানি বেয়ে ওঠা জীবন
জিইয়ে রেখেছি তা ; তবুও ক্ষুণ্ণ এ মন ।
আশার মোহনায় বেয়ে ওঠা এই বিক্ষত মন
দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুঝে এ জীবনের রণ !
নিঃশব্দের মর্মযন্ত্রণায় যখন অঝোরে ভেঙে পড়ি
নিরালা নিশিতে দুঃখ-বেদনায় স্বপ্নের প্রাসাদ গড়ি !
অবলীলা আর অবহেলায় প্রান্তসীমার দ্বারে
বন্দিদশায় জব্দ আশার এই রুদ্ধ কারাগারে !
জীবনের পরতে পরতে হোঁচটের তীব্র হুংকার
গুছিয়ে গেছে আর জীবনের সবই অহংকার ।
আবেগের বশে চোখের অজান্তেই কত অশ্রু ঝরে
এলোপাতাড়ি জীবন বোধহয় বেঘোর ঘুমের ঘরে !
নিস্তব্ধ আর নৈরাশ্যের ঘোরে জীবনের ফন্দি আঁকি
তবুও সবই অভিমান ভুলে একত্বের রহমের আশা রাখি ।