স্তব্ধ সৃষ্টিকুল! আজ কেন এত অসহায়
প্রলয়ের হুংকার, মরছে কত মানুষ হায়,
উত্তাল তরঙ্গে মতো বিক্ষুব্ধ প্রলয়রাশি
দয়ার্দ্রহীন রুষে পাগলপারা বিশ্ব নিবাসী ।
এ প্রলয়ের হুংকার,জাতির বিপন্ন বিকার
অস্থির চিত্তে রিক্ত দুহাতে করছি স্বীকার,
নির্বাক কান্নাররোলে বিজড়িত দুখের রেশ
কুণ্ঠিত জাতি,স্তব্ধ মাটি,ভয়ে আবেশ ।
নৈরাশ্য করোনায়,অপ্রকাশ্য সব'ই সমাবেশ
কোথায় গেল হানাহানি, ঈর্ষা ও বিদেষ,
জাতপাত নির্বিশেষে মারণ করোনা সবশেষে
উন্মুক্ত প্রান্তে উড়ে উড়ে ঘুরছে ভেসে ।
এ-কার মারণ করোনা,আসল কার ইঙ্গিতে
আছি কি আজ এ-ব্যাধির মালিকের ডিঙিতে,
কত পাপ করেছি হায়,আমরা পাপাচার
শির অবনত করে মাফি চাই বারে বার ।
হে করুণাময় রক্ষা করো তোঁমার'ই ছায়াপথে
বিশাল গজব দিও না,রেখ তোঁমার'ই ব্রতে,
আমাদের ঐকান্তিক পাপে হওে না কাহ্হার
তুঁমি বাঁচাও প্রভু আমরা নাফরমান,গুনাহগার।
@মামনুর_ফকির