বিদায়ী বেলার তিক্ত বেদনা বড়ই বিধুর
প্রাণবন্তরা আজ যাচ্ছে বহুদূর.......
প্রীতিমাখা আলিঙ্গনে বাঁধা ঐ পুষ্পরাজি
অশ্রুঝরা মন চায় না বিদায় দিতে আজি।
বিদায়ের এই ক্রান্তিলগ্নে ভারাক্রান্ত মন
কেমন করে বলব মোদের দীর্ঘ আলিঙ্গন।
বিদায়ের বিরহ বেদনায় কাঁদিয়া আকুল
ছাড়িতে পরাণ নাহি চায় নৈরাশ্যে ব্যাকুল।
বিদায়ীতে কুসুমরা ধরছে বেদনায় বাজি
অশ্রুঝরা মন চায় না বিদায় দিতে আজি।

বিদায়ী সানাই বাজিছে ঐ প্রান্ত সীমানায়
প্রেমের নীড় ছাড়িয়া যাবে নব আঙিনায়।
ভাঙিছে মোদের এ মন,নিস্তেজ প্রতি ক্ষণ
বিদায় নয় ! বুঝেছি তা সময়ের আবর্তন।
জ্ঞানের সন্ধানে এসেছো এই বাগান মাঝে
যেথায় ছিলেম মোরা পূর্ণ মালীর সাজে ।
কত শাসন ,কত সোহাগ , কত আলাপন
হৃদয় ভরিয়া রহিবে এই অব্যক্ত স্মৃতিখন৷
বিদায়ীতে কুসুমরা বিদায় নিতে অ-রাজি
অশ্রুঝরা মন চায় না বিদায় দিতে আজি।

@মামনুর ফকির
২৪/০১/২০২৩

বিদায়ী শব্দটা অতি নিষ্ঠুর ও অবর্ণনীয়। যদিও বিদায় দেওয়া কিন্তু তা শুধুমাত্র পরবর্তী কর্মের প্রেরণায় । কালের আবর্তনে মানুষ তার নিজ গন্তব্যের তাগিদে একপ্রান্ত অন্য প্রান্তে যেতে হয়, ঠিক তেমনি ছাত্রছাত্রীরাও নিজের লক্ষ্যে পৌঁছার অভিপ্রায়ে জীবনের যাপিত সেরা সময়গুলির এক অঙ্গনভূমি বিদ্যালয় থেকে বিদায় নিতে বাধ্য হয়। দীর্ঘ দুই বৎসর পড়াশোনা ক্রান্তিলগ্নে আজ তাদেরকে বিদ্যালয়ের চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে হচ্ছে। আমরা যথাসর্বস্ব তোমাদের মঙ্গল কামনা করছি যাতে তোমরা তোমাদের জীবনের অগ্রভাগ ও লক্ষ্যমাত্রায় অধিষ্ঠিত হতে পারো ।