আঁধার ভেদে রজনি ছেদে উদিল আরব শশী
শিখালেন মানবতা তিনিই বিশ্বকুলের যশস্বী।
ধরাধাম যেথায় অশান্তির ছোঁয়ায় আচ্ছাদিত
ক্রমশ আরম্ভ হলো শান্তির ঝরণাধারা প্রণীত।
কলুষে ঘেরা সেই ঝঞ্ঝাটময় কু-আস্তানার যুগে
গড়লেন বিশ্বেশান্তি কত সুঃখ ও দুঃখ ভোগে।

আঁধারের বিভীষিকায়,অন্যায়ের মূর্ত শিখায়
দেখালেন শান্তিরপথ যুগশ্রেষ্ট সেরা তরিকায়।
যে তিমির যুগে মানুষ ছিল শিরকের পূর্ণব্রতে
আঁধার ভেদে দিশা পেল মানুষ, শান্তির পথে।
অন্ধঘরের বদ্ধদ্বারে,প্রতীক্ষার দীর্ঘ প্রহরাতে
আসিলেন বিশ্ব গৌরবমণি ১২ই আউয়াল'তে।

রুদ্ধদ্বারের বদ্ধেঘেরায় পেল এক মানব সেরা
তাঁর'ই অনুপম আদর্শে এ নিখিল বিশ্বে ভরা।
যিনি শিখালেন মানবতা,শিখালেন ভালবাসা
তিনি যুগশ্রেষ্ট অতুল মহামানব,আলোর দিশা।
দুআলমের বাদশাহ প্রেমের প্রেমীক,প্রেমময়
আঁধার ভেদে শান্তি গেঁথে করেছেন জগৎজয়।


@মামনুর ফকির
উৎসর্গ-সর্বকালের,সর্বযুগের,সর্বশ্রেষ্ঠ,মহামানব,মহামনীষি, বিশ্বনবী হজরত মোহাম্মদ সঃ শানে সামান্য প্রয়াসমাত্র ।