দূর নীলাম্বর নীচে সৌম্য সুন্দর প্রকৃতি
অকুল ললিত পৃথিবীর অপরূপ প্রীতি।
সুন্দর সমুদয় ভুবনের প্রতিটা কার্য রূপ
চোখে দেখে ঠাঁই করে না মনের লোলুপ।
কি মন হরণ পৃথিবীর সমুদয় সৃষ্টি জীব
করল যে সৃজন যাঁর শক্তি বড় আজিব।
অতল গভীর সমুদ্রে আছে কত রতন
সৈকতের জলরাশি করে কত উন্মাদন।
জলরাশির ঢেউয়ের অমলিন বাতাস
কী চিত্তাকর্ষক মেঘমল্লার নীল আকাশ।
কি মন হরণ বিশ্বের শ্রেষ্টত্ব মহা বড় জীব
করল যে সৃজন যাঁর শক্তি বড় আজিব।
মেঘমালা আকাশে উড়ে উড়ে ঘোরে
গায় প্রকৃতির মহা গুণগান মম সুরে।
প্রকৃতির আলোছায়া বিমুগ্ধ সৃষ্টিকুল
এক পশলা বৃষ্টিতেও প্রশান্তির মূল।
কি মনোহরণ ধরার সব জীবন্ত জীব
করল যে সৃজন যাঁর শক্তি বড় আজিব।
সুললিত কন্ঠভরা বিহঙ্গের কলতান
উড়ে উড়ে আকাশে করে অভিযান।
চারিদিকে সবুজের সৌম্য সমারোহ্
দেখে দেখে মনে গেঁথে প্রকৃতির মোহ।
কি মনোহরণ ভুবনের সমুদর সৃষ্টি জীব
করল যে সৃজন যাঁর শক্তি বড় আজিব।