তুমি শুধু তুমি আমার প্রিয়তমা
তপন কান্তি দাশ
তুমি শুধু তুমি
নিরঝরের স্বপ্ন ভঙ্গ,
তুমি ভরা জোয়ারের দুরন্ত ঢেউ
ঝর্ণার কলকল ধ্বনি
কর্ণে মধুর গান শুনিয়ে যাও।
তুমি প্রথমার বাঁকা চাঁদ
গহীন আঁধারে একটু আশার আলো
ক্ষীন দেহের ভিতর
একটু প্রানের স্পন্দন।
তুমি পূর্ণিমা চাঁদ
রাতের আকাশে যেন
এক শ্বেত পাথরের থালা।
তুমি হৃদয় জুরানো পবন
ধানের খেতে দোল খেলে যাওয়া
অগ্রহায়নের হাওয়া ।
তুমি স্বর্গের চোখ ধাঁধাঁনো নর্তকি উর্বশী
মোহিত করে ইন্দ্রলোক আর
কোটি কোটি দেবতার।
তুমি আমার চোখে নহো উর্বশী নহো রম্ভা
অবুজ হৃদয়ে ঝংকার তোলা
মনের আয়নায় চীর জাগরুক
আমার প্রিয়তমা।।