তোমাকে বেসেছিলাম ভালো কল্পনার মানবীর মতো
যার নিতম্বে আঁকা আছে রুপোর উল্কি,
পৃষ্ট দেশ জুড়ে সুশোভিত কেশ রাশি,
পায়ে শ্বেত কারুকাঞ্চিত রুপোর মল
বক্ষ বিভাজিত যেন পর্বতের গহীন খাদ
যার অতলে ডোবার সাধে শিহরিত হতাম বারবার
হৃদয় উথলিয়া উঠে সমর্পণ করিবার নেশায়
অনুভব হতো যেন বুকের উপর শোয়া তোমার অবসাদ দেহ ।
সে এক মায়াবী রাত, নির্জন আমার প্রাসাদ
কল্পনা থেকে বাস্তবে ধরা দিলে এক লহমায়
বাস্তবে রমণের সাধ অনুভব হলো তোমার ওষ্ঠ চুম্বনে
সুপ্ত আকাঙ্খাগুলো জেগে গেল রমণের ঘোরে
দলিত মথিত হয়ে ঝরিতেছে স্বর্গের সুধারস
বহু সাধনায় পাওয়া সেই এক নির্জন রাত
ভুলতে পারবোনা কভু জীবনের শেষ দিনটাতেও ।।