রাজার হাসি
তপন কান্তি দাশ
হাসি কেমন দেখবি যদি
ছুটে আয় এই বাংলাতে
হাসির চোটে খিল ধরে যায়
রাজ্যবাসীর সেই পেটটাতে ।।
রাজ্য প্রধান যা বলে যায়
সবার মুখে হাসি যে পায়
প্রধান তখন তেরে বলে
হাসবে শুধু মোর চামচাই।।
রাজনের যখন ইচ্ছে হবে
সবাইকে তখন হাসতে হবে
না-হাসলে রাজন রেগে যাবে
সান্ত্রী দিয়ে মামলা দেবে।।
মুচকি হাসি দিলে প্রধান
আত্কে উঠে সবার প্রান
সব বিরোধী ভয়ে সঠান
বিপদ আসবে বজ্র সমান।।
রাজন হাসে মন্ত্রী হাসে
সাথে সাথে চামচা হাসে
হাসতে না-পারা রাজ্যবাসীর
চোখের জলে বক্ষ ভাসে ।।