প্রিয়তমা তুমি শোন, কেমন আছো তুমি,
কেমন কাটে দিনগুলি মোর, শুনতে চাও না তুমি ? হয়তো তোমার স্বপ্নগুলো আছে থরে থরে সাজানো
এখানে আমার স্বপ্নগুলো ধুলোয় মাখা মোড়ানো।
এখানে মরুভূমির মাঝে মরুদ্যানে আমি একা, চারিদিকে বালুরাশি, আমার একলা হৃদয়, আর সব ফাঁকা। হয়তো তোমার দিন কেটে যায়, শত ব্যস্ততার মাঝে,
মনে কি কখনো পড়ে আমার স্মৃতি, সকাল কিংবা সাঁজে ?
মনে মনে কত কল্পনা করে আপন মনের মাধুরী মিশায়ে,
ভালবাসি, কথাটি বলতে গিয়ে মাথায় সব কিছু যায় গুলিয়ে,
অনেক কথার ভীরে হয়নিকো বলা, মনের গোপন কথা,
চেষ্টা করেছি জড়তা কাটেনি, ফিরে আসি নিয়ে হতাশা।
না বলা কথা হৃদয়ে পুষে, একা বসে ভাবি এই মনে,
জানিনা কখনো, আর হবে কি দেখা, তোমার সাথে এজীবনে,
হয়ত তুমি গেছো ভুলে, ছুটে চলছো আলোর মিলন লাগি।
তোমার স্মৃতি নিয়ে বুকে,একলা আঁধারে,আমি আছি দূরে জাগি,
ভাবনার কোন শেষ নাই জানি, তবু ভাবি শুধু মনে মনে, হয়ত কখনো স্বপ্নে তোমাকে পাব গভীর আলিঙ্গনে, সব সাধ আশা কভু হয় নাকো পুরন,এক জনমে হায়,
হয়তো আগামী জন্মে হবে মিলন, আজও আছি সে আশায়।