কুসংস্কার
                            তপন কান্তি দাশ
দুই শালিক দেখলে পরে যাত্রা শুভ হয়,
রাস্তা ডিঙ্গাই যদি বিড়াল আর যাত্রা নয়।
যদি বসে বালিশ ‘পরে পাছায় ফোঁড়া উঠে
যাত্রা নাস্তি হবে তখন, যদি পেছন থেকে ডাকে।
পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ
হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ ।
তিনজনের একত্রে   যাত্রা কভু শুভ নাহি হয়,
বিধবার আশীর্বাদ নিলে যাত্রা  অশুভ হয় ।
পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে,
বৃষ্টির মাঝে রোদ হাসলে নাকি শিয়াল মামার বিয়ে ।
সত্য কথা বললে নাকি টিকটিকি ঠিক ডাকে,
বিপদকালে মিথ্যা বলা, পাপ বলে না  তাকে।
দক্ষিন মুখী বাড়ী হলে কর্তার মৃত্যু হয়,
এলোচুলে থাকলে নারীর জীনের ভীষন  ভয় ।
হঠাৎ করে চোখ  কাঁপিলে দুঃখ আসে বটে ,  
বসা নাকি যাবে নাকো ঘরের এই চৌকাটে ।
যাত্রা শুভ কভু না হয় দেখলে কলস পথে ,
কারি কারি টাকা আসে  চুলকালে ডান হাতে ।
ভরার চেয়ে খালি ভালো যদি নারী জল ভরিতে যায়,
আগের থেকে পিছে ভালো যদি ডাকে মায় ।
কুসংস্কারে থাকলে ডুবে,  আলোর দেখা নাহি মিলে,
চোখ থাকিতে অন্ধ হয় প্রকৃত জ্ঞান না থাকিলে।
মনের আয়নায় মুখ দেখিতে জ্ঞানী লোকে বলে,
কুসংস্কার হতে মুক্ত হবে, আলো উঠবে জ্বলে।