কিশোর প্রেম
তপন কান্তি দাশ
কিশোর বেলার প্রেম এখনও স্মৃতি হয়ে জাগে।
লুকোচুরি খেলার চ্ছলে,
মন দি’ছিলাম অ-খেয়ালে,
কিশোর প্রেমে আবেগ বেশী,
সাহসের চেয়েও ভীতি বেশী ,
মান অভিমান ছিল বেশী রাগে-অনুরাগে।।
ভালোবাসার মানে বোঝার ছিল না ম্যাচুরিটি ।
মাথার ভিতর ঘুরতো শুধু,
পারতাম যদি করতে জাদু,
উড়ে প্রিয়ার কাছে যেতাম ,
ঠোটে প্রেমের পরশ পেতাম,
পুলকিত হতো মনের তৃপ্তি পরিপাটি।।
লুকিয়ে লুকিয়ে দেখা করা ভীরু ভীরু মনে।
বোবার মতো চেয়ে দেখা,
কাঁপা হাতে হাতে ঠেকা,
বলতে কথা উঠতো কেঁপে
অর্ধেক ঠোটে আধেক চোখে
হৃদয় তখন ছটফটাতো প্রেমের সেই ডাক শুনে ।।
আজকে মনে পড়ছে সেই কিশোর মনের স্মৃতি।
কত স্বপ্ন বুনতো তখন
আগলে রাখতো করে যতন,
লজ্বাবতী লতার মতন
আলতো ঠোটে দিতো চুম্বন,
মনে মনে গুনগুনিয়ে গেয়ে যেতো গীতি।।
এই জীবনে সেই তো আমার কিশোরবেলার প্রেম।
বিকশিত না হতে কলি
ঝরে গেল হাওয়ায় দুলি,
কিশোর প্রেমের পরিনতি
বুঝেনা কোন লাভক্ষতি,
অকালেতে ধংস করে জীবন সাজানোর গেম।।
ঝরে-পড়া সেই ফুলকলির অসম্পূর্ণ কথা।
মধ্য গগন পেরিয়ে এসে
ভাবছি আমি বসে বসে,
উতলা হতাম কিসের টানে
খুঁজে না-পায় তার কোন মানে,
আজ বেদনায় উঠল ফুটে সেই কিশোর মনের ব্যথা।।