তোমার দেখা এখন কেন আগের মতো মিলছে না,
কত কথা শুনতে বাকি কোন কথা শুনছি না ।
আগের মতো কেন কথা তুমি এখন বলছো না,
সু-শাসন কেন জাতি তোমার থেকে পাচ্ছে না।
তুমি যখন নেতা ছিলে অনেক কথা বলতে তাই,
লোভের লাভের কোন হিসাব তোমার বইতে নাই।
অসহায়ের সহায় ছিলে জীবন বাজি রেখেছিলে,
তুমি ছিলে তুলনাহীন কতো লোকের মডেল ছিলে।
হঠাৎ কি এমন হলো নব্বই ডিগ্রী ঘুরে গেলে,
যারা তোমায় ভালোবাসে তাদের ছেড়ে চলে গেলে।
এতই তোমার গদির লোভ মানুষ তখন বুঝেনি,
নেতা থেকে শাসক হওয়ায় জাতি বুঝলো এখনি।
চরিত্র বানাই জীন, বদলানো তো নাহি যায়,
গিরগিটি চরিত্র দেখে তোমায় জাতি ভুলতে চাই।