আমি আমার বাক্যের শেষে দুঃখ প্রকাশ করি
যেন আমি যা বলছি তার জন্য আমি দুঃখিত
কারণ আমার কথাগুলো এক একটি অস্ত্র,
আমাকে কথা বলতে সবসময় সাবধান হতে হয়
আমার সব কথাই পরিকল্পিত,
আমাকে কখনোই খুব জোরে কথা বলতে হয় না
আমি কোন দাবি করতে পারি না
যেটা আমি কখনো ব্যবহার করতেও পারবো না।
যখন আমার কথাগুলো আমাকে দহন করে
আমার কথাগুলোই নিজেকে জেলবন্দি মনে হয়
মনে হয় আমি কখনই মুক্ত হতে পারব না,
যখন সবকিছু শেষ হয়ে যায়
তখন আমি আমার সত্তাকে রক্ষা করার জন্য
আমি কৌশল করে সবসময় “দুঃখিত” বলি।