চোখের জলে দুঃখ মুছে
খুশিতে ও জল ঝরে,
ভালবাসি বলতে গেলে
চোখ ছলছল করে ।
                                                                                                                                    
দুই চোখেতে  জড়িয়ে থাকে
ভালোবাসার কথা,
চোখ থেকে জল ঝরে পড়ে
দিলে মনে ব্যথা।

অনেক খোঁজে যদি তার
দেখা নাহি মিলে,
মনের দুঃখে ছবি আঁকে
চোখের লোনা জলে।

কথা বলতে চোখের জলে
ইচ্ছে করেনা মন,
চোখের জলে বুক ভেসে যায়
যদি হারায় আপনজন।

আঁচল দিয়ে নব বধু
মুছে চোখের জল
প্রিয়তমের বিরহে তার
চোখ করে ছলছল।
  
চোখের জলকে যারা সদা
পুঁজি করে যায়
কুম্ভিরাশ্রু তাদের চোখে
অন্তরে ব্যথা নাই।

জল গড়িয়ে পড়ে যদি
দূর্বলের চোখ থেকে
ক্ষমা পাবে না কোন দিনও
প্রকৃতির বিচার হতে।