বৃষ্টি আমার ভালো লাগে
যখন মুষল ধারায় ঝরে
মনে হয় সব আবর্জনা
ধুয়ে নেবে সাফ করে।
বৃষ্টি যখন পড়ে মোদের
টিনের চালের উপর
মনে হতো ঘুংঘুর বাজে
আমার বুকের ভিতর।
বৃষ্টি আমায় ভালবাসার,
স্বপ্ন দেখায় কতো,
বৃষ্টি বুকে কাঁপন ধরায়
আমার প্রিয়ার মতো।
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
আমার চেয়ে বেশি।
বৃষ্টিকে তাই তোমার মতো
আমিও ভালবাসি।।
বৃষ্টি এলে তুমি আসতে
মনে লাগতো দোলা
স্বপ্নে বিভোর হয়ে দু’জন
কাটিয়ে দিতাম বেলা।
বৃষ্টির আশায় গুনছি প্রহর
কখন যেন আসে।
দুঃখ যন্ত্রনা যাক না ধুয়ে
যা’ ছিল স্মৃতিতে ভেসে।।