মেঘের ফাঁকে রৌদ্র পরে
জল করে চিক চিক
ডিঙি চলে পাল তুলিয়া
দেখে না কোনদিক ।
নদীতে জল কানায় কানায়
ভরা কোটাল বলে,
ছোট বড় হরেক নৌকা
পাল তুলিয়া চলে ।
বর্ষাজলের ঢল নেমেছে
ছাপিয়ে গেল বাঁধখানা ,
খাড়ির কাছে ডুবো ডিঙি
যাচ্ছে দেখা আধখানা।
মুষলদ্বারে বৃষ্টি নামলো
ছাতা মাথায় মানছেনা ,
ভেজা বধুর আঁচলখানায়
শরীর ঢাকতে পারছেনা ।
ভেজা কাক ডালে বসে
চোখে যে তার ঢুলুনি,
ছলাৎ ছলাৎ ঢেউয়ের জলে
পাড় ভেঙ্গে যায় তখনি ।
বৃষ্টির মাঝে দেবে গেছে
গোরুর গাড়ির চাকাটা,
গারোয়ানে চেঁচাই জোরে
ফল হয়না কোনটা ।
গারো কালো উড়ন্ত মেঘ
জুটল এসে দলে দল,
কয়েক পসলা বৃষ্টি হতেই
মাঠে জমে অথৈ জল।
দক্ষিন দিকে উঠল হাওয়া,
বৃষ্টি এখন থামল কি?
চালার ফাকে দেখে খোকন
বাড়ি যেতে পারবে কী?
শ্রাবন মাসে আকাশজুড়ে
মেঘের হয় কালো রঙ ,
মাঠের জলে মক্মকিয়ে
আনন্দেতে ডাকছে ব্যাঙ।।