ভোর সকালে বারান্দাতে
বসে আছি কেদারাতে
চোখে পড়লো খানিক দূরে
ঝলমলে এক রঙিন দালান।
আলোর ছটা পড়লো যখন
সকাল বেলার রবির কিরণ
অনেক দূরে আমার ‘পরে
পড়লো আলোর প্রতিফলন।।
ছাদের উপর সিঁড়ির কাছে
যুবতী এক দাঁড়িয়ে আছে
রঙের ছটায় বদনখানি
দেখতে লাগছে অসাধারণ।।
মনের কোনায় ঝিলিক মারে
বয়স উনিশ মনে পড়ে
কত রঙিন স্বপ্ন দেখি
চোখ বুজে ওই বারান্দাতে।।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
আলিঙ্গনে বুকের ‘পরে
গহীন প্রেমে তাকে আমি
মনের কথা চাই বলিতে ।।
যৌবনেরি গহীন জলে
অবগাহন করার চ্ছলে
প্রেমের জোয়ার বয়ে গেছে
আমার মনের আঙ্গিনায়।
ভাঙলো যখন স্বপ্ন দেখা
দেখি আমি বসে একা
বয়স ভাড়ে নুজ্য হয়ে
বারান্দার সেই কেদারায়।
বাস্তবের এই পরাকাষ্ঠে
ভাবছি মনে অনেক কষ্টে
জীবন নদীর ভরা জোয়ার
(আমার) এখন হয়তো নাই।।