ভবেশ চন্দ্র সরকার                     ভোটে দাঁড়ালো তিনবার
                  একবারও জিততে  নাহি পারে,
সবাই তাকে পাগল বলে               ভোট জোটেনা তার কপালে
                   তবুও নেশা তাকে নাহি ছাড়ে ।
মনে তার একটাই যুক্তি               তার মতো সৎ ব্যক্তি  
                   এই সংসদ এলাকাতে নাই,
যে ব্যক্তি সহজ সরল                  লোকে ভাবে অর্ধ্য পাগল
                   সরলতায় মূল্য নাহি পায়।
মানুষ তাকে চিনলো না               পাশ করার ভোট দিল না
                   তবু সে দমে নাহি যায়,
তাকে হারালো যে প্রার্থী               আছে তার  অনেক কীর্তি
                   পাশ করে  আপন  মহিমায়।
সাঙ্গ  পাঙ্গ যত বেশি                   দলে নেতার মূল্য বেশি
                    পার্টি  প্রধান  বুকে টেনে লয়,
পাশ করে মন্ত্রী হয়ে                     আকণ্ঠ ডুবে গিয়ে
                  ঘুষ দুর্নীতি করে সে বেড়ায় ।
বিরুদ্ধে যে অভিযোগ করে            নেতার লোকে নিয়ে ধরে
                  প্রাণে মারার ভয় যে দেখায় ,
(আছে) দল-সুপ্রীমোর আশীর্বাদ    মাথার উপর আছে হাত
                 ভয় পাবে না তাকে কোন বেটায় ।
লোকে বলে ভবেশ পাগল             মানুষ ছিল খাঁটি আসল
                   প্রার্থী বাছাই মস্ত  ভুল হল,
মন্ত্রীর দুর্নীতি দেখে                      আফসোস করে মন থেকে
                   পাগল ভবেশ অনেক ভাল ছিল।