যেখান থেকে সৃষ্টির শুরু অথবা যেখানে শেষ মহাকাশ /
তার চেয়েও অনেক গভীরে লুকিয়ে আছে আমার জলন্ত ফসফরাস /
গাঢ় সালফিউরিকে মুখ ধুয়ে পুনরায় তোকে ভুলে থাকার চেষ্টা /
নিষ্কাম প্রয়াস ব্যার্থ বারংবার
ক্রমশ বাড়তে থাকে তেষ্টা /
যেখানে গোয়েন্দা খোঁজে মিথ্যের বিপরীতে স্বয়ং সত্যের রস /
আমি নিদারুণ ভঙ্গিমায় ছুঁয়েছি ক্লান্তির অভিশাপে ততই হয়েছি অবশ /
পানকৌড়ির মতো ডুব দিয়েছি
তোর গোপন অতল ডেরায় /
ফুরিয়েছে সমস্ত নির্যাস
আবার পথ খুঁজেছি ফেরায় /
যত জড়াতে চেয়েছি ভোরের আলোয়
ততই তীব্র হয়েছে বিকেল /
গান গাওয়া ফকির আজ নিঃশব্দে
চেয়ে থাকে নিঃস্ব পথের দিকে /
যে পথ দিয়ে জীবনের স্বাদ চিরন্তনীর মতো সুখময় ছিলো /
কোন সে ভুলের গরিমায়
তা নিশ্চিত বদলে দিলো /
আমার বুকের থেকে রক্ত নিয়ে
হয়ত একদিন গড়ে দেব শিল্পীর মূর্তি /
শেষ জীবনের ছায়া আঁকা পথে
তুই করিস ইচ্ছে মতো ফুর্তি /