তুমি কথা রাখোনি, কথা রাখেনি তোমার শরীরও
প্রাচ্যের হাওয়ায় ভেসে গেছে তোমার মন /
আমাদের একসাথে হেঁটে চলা পথে,
পায়ের ছাপের ভিতর, যন্ত্রণায় ছটফট করেছি দীর্ঘক্ষণ /
তোমায় ঘিরে হাজার অভিমান ,
তুমি বোঝোনি সে যন্ত্রণার চাপা আর্তনাদও /
বলেছিলাম আরও ভালবাসো, আরও কাছে থাকো,
তুমি দূরে সরে গেছো হারানো শৈশবের মতো /
অথচ সমুদ্রের ফেনার মতো তোমার বুকে জমে থেকেছি,
তোমার ভেজা চুলের গন্ধে হারাতে চেয়েছি বহুবার /
তুমি সান্ত্বনার কৃত্তিমতায় বানিয়েছ তাসের ঘর ,
আমি প্রাসাদ ভেবে আশ্রয় নিয়েছি তোমার কোলে
ছেড়ে এসেছি পর্ণকুটির তোমাতে খুঁজেছি ঈশ্বর /
স্বপ্নের দালানে তোমায় নিয়ে গড়েছি সংসার ,
তোমার বুকে হয়েছে জুঁই ফুলের গন্ধ /
রুমাল চেপে নাভিতে মাখিয়েছি তার সৌরভ,
বুকে হাত রেখে বলেছিলে এই সত্তা শুধুই আমার ,
আমি ভালবাসায় হয়েছি অন্ধ /
তোমার প্রাক্তনের স্মৃতি মুছেছি আমার শুকনো ঠোঁটে ,
আমার প্রাক্তনীর ভাবনা তোমার চোখের ধাঁধায় /
আমার উষ্ণতা তোমার ভাললাগেনি বলেই কি,
তোমার বিয়োগ আমায় চিরন্তন কাঁদায় /
তুমি কথা রাখোনি , কথা রাখেনি তোমার শরীরও,
আমি তোমাতেই খুঁজে যায় সুখ /
তুমি ভালো থাকায় সুখ খুঁজে পাও,
আমি তোমাকে পাওয়ার নেশায় বেঁধেছি বুক/