মোমবাতিটা নিভে গেলেই আমি তোমার দিকে তাকাবো, অন্ধকারে ছুঁয়ে ফেলব সান্দাকফু l
গাঢ়ত্ব বাড়লে আমার ভয় বাড়ে l
ভোরের আলোয় আমার চোখ পুড়ে যায় l
কংক্রীটের দেওয়ালে হানি কম্ব,
যেমন আমার ফুসফুসের আবরণী ছিদ্রময় l
ধরে রাখতে পারে না পর্যাপ্ত বাতাস l
তোমার নয়নজুলিতে পার্বত্য খরা,
তৃষ্ণার দাবদাহে জ্বলছে নির্মাণ l
ফিরছি স্নায়ুর পথ ধরে,
যন্ত্রনার দর্শনে আমি উন্মাদ l
ঘন ঘন রক্তের বৃষ্টি শরীরযন্ত্রে l
চোখ বন্ধ রাখবো আরও কয়েক শতাব্দী l
আলো কে সামনে ফেলে,
পিছিয়ে যাব কোটি আলোকবর্ষ দূরে l
দাঁড়িয়ে থেকো অন্ধকারের অপেক্ষায়,
কোনো গুহার ভেতর l
আমি ফিরে আসবো আলোর বিপরীতে l
নগ্ন রেখো গোপনতা, মরুভূমির মতো বালি ছাড়িয়ে আপন করবো তোমার স্বরলিপি l