বরফ গলছে l সৃষ্টিছাড়া দৃষ্টিরা তাকিয়ে আছে একঝাঁকে,
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে, আলো নিভে আসে শিরিষ গাছের পাতার ফাঁকে l

তোমার লজ্জাহীন শরীরেও তুমি, নিরাকার আবরন আমার চোখে বিস্ফোরিত l
নীরব মুখে তো আমিই শব্দ ফুটিয়েছিলাম, চিরন্তন আমার ব্যাথা তোমায় কাঁদিয়ে দিত l

গলে যাওয়া মোমের মতো ঝরে পড়েছ
কতো শতবর্ষ আমার বুকে l
তুমি তো ওষুধও হয়েছো আমার তীব্র অসুখে l

ফুরিয়ে যাওয়া আমাকে শেষবারের মতো বাঁচানোর চেষ্টাও করলে না তুমি,
অথচ বাঁচতে ইচ্ছে করে আজও, তৃষ্ণা জাগে, শরীর জুড়ে মরুভূমি l

তুমি কি সত্যিই তাই চাও,
আমার থেকে অনেক অনেক দূরে.....
বৃষ্টি হয়ে, ঝরনা হয়ে, অন্যের প্রেমে হারিয়ে যেতে অন্য সুরে l

অথবা রাত্রি এখন গাঢ়, শামিয়ানা বুনেছো আরও অনেক বড় পৃথিবীর l
তুমি কি চলছো আজও হিমবাহের মতো, নাকি আমার মতো একলা দাঁড়িয়ে স্থির ?

লম্বা ডানার পালকগুলো গুছিয়ে রেখেছি
বালিশের তলে l
ভেবেছিলাম কোনো নদীর ধারে গান গেয়ে, পরিয়ে দেব তোমার চুলে l

বরফ গলে গেলো পুরোটা,
ক্লান্ত হচ্ছি ক্রমশ, তুমি এলেনা l
হারিয়ে যাচ্ছে আমার দিগন্ত অন্ধকারে, তুমি একবিন্দু আলোও দিলে না l