মনে পড়ে সেদিনের কথা ? স্বপ্নের নীল জলে তুমি যে নোনা প্রতিশ্রুতি ভাসিয়েছিলে,
সময়ের স্রোতে তা ফিরে এসেছে সমুদ্র তটে l
যে সুরের মাধুরীতে দুঃখের গান গেয়েছিলে,
বাউলের একতারায় তার স্মৃতি লেগে আছে l
রৌদ্রের চিত্কারে সব শব্দ ডুবে গেছে,
হারিয়ে যাওয়া শৈশবের মতো ঘুড়ি হয়ে উড়ে গেলে বোধহয় l
ধারালো সুতোয় তোমার আঙ্গুল কাটেনি তবুও l
তোমার নরম ঠোঁটে কি আমার চুমু লেগে নেই ?
ভালবাসায় তো নারীরা কোমল হয়,
তবে তুমি কোন আগুনে পুড়ে এতো শক্ত হলে ?
দাঁড়িয়ে আছ কয়েকশো আলোকবর্ষ দূরে l
তবু প্রতি সেকেন্ড ব্যবধানে যে তোমার অনুভূতি উপলব্ধি করি l
ঘুমের মাঝে স্বপ্নকে আমার বরাবরই বেমানান মনে হয় l
যে স্বপ্ন আমায় ঘুমোতে দেয়না, তা চিরন্তন তোমায় ঘিরে l
রাজনীতি আমার আসে না, ভোটাভুটির প্রত্যাশা আমার ছিল না, নেই আজও l
হয়তো কয়েক সপ্তাহ ঘুমোবো না,
সারারাত জেগে স্বপ্ন সাজাবো,
চোখের নোনা জলে স্নান করাবো তোমার প্রতিশ্রুতিদের l
অপেক্ষা করব সারাজীবন,
দেখো,
সমুদ্র আমার চোখের জলে মেশে কিনা?
তুমি দূরবীনে চোখ রেখো l