চন্দ্রগ্রহণে যেভাবে চাঁদ কে গিলে ফেলে রাহু, তোকে গিলেছে তোষামোদকারীর দল, চিন্তা নেই খণ্ডগ্রাস শেষ হবে পূর্ণ চাঁদ ফিরবে তার স্বমহিমায় l অপেক্ষা শুধু সময়ের l
সাময়িক কালোয় দাগ লেগেছে,
দম আটকে আসছে জানি, তবু ওইযে নিয়ম ভাগ্যের নির্মম পরিহাস মেনে নেওয়ায় আমরা জীব শ্রেষ্ঠ l
আলো নিজের নাইবা হলো, বুকের ব্যাথাটা একান্ত আপন, বাতাস সৃষ্টি করতে নাইবা পারলাম, শ্বাসযন্ত্র নিজের l ভাবনাটা ভালো আসলে সত্যিটা তা নয় l
সকলি আপেক্ষিক এবং পূর্ব নির্ধারিত, বাকি অভিনয়ের জীবনটা নির্ভরশীল দক্ষতায়, মিথ্যাচারিতা সফলতার চাবি l তবু অপেক্ষা শুধু সময়ের l