তোমাকে জলের মতো মনে হতো তোমার :দিকে তাকালে আকাশ কে দেখতাম কত নির্মল
ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায় তোমার হাতের স্পর্শের মতো অবিকল
তোমাকে সাজানো এক গ্রাম মনে হতো গোলাপ ফুলের ঘ্রাণ তোমার চুলে
ভেজা ঠোঁটের উপর আসমুদ্র হিমাচল কতবার ছুঁয়েছি স্বপ্নে মনের ভুলে
ঘুম ভেঙ্গে উঠে দেখি নাইকো তুমি আর হাতড়েছি রক্তাক্ত হৃদয়ে
সামলেছি সংগোপনে শারীরিক অস্তিত্ব ফের উঠে দাঁড়িয়েছি ভয়ে ভয়ে
তোমাকে গাছেদের মতো মনে হতো চোরাবালি মনে হয়নি কখনো
ভালবেসে কাছে এসে আপন হওয়ার প্রতিশ্রুতি ছিল তখনো
বৃষ্টিতে ভিজতাম তোমাকে মেঘ ভাবতাম রৌদ্রে কষ্ট হলে তোমাকে সূর্য ভাবিনি
আমার সুখের ইতিহাস তোমায় নিয়ে গড়েছি দুঃখের ভবিষৎ তোমায় করিনি